এক জননীর পাঁচ সন্তান প্রসব, দুইজন অসুস্থ
চন্দন সাহা
Link Copied!
আজ ১২ আগস্ট বুধবার কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে এক জননী ৩ ছেলে ও ২মেয়ে সহ মোট ৫ সন্তান জন্ম দিয়েছেন। বিকালে দুই শিশুর অবস্থা বেগতিক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লাকসাম থেকে পপুলার বিডিনিউজ ডটকমকে বিস্তারিত জানান সাংবাদিক চন্দন সাহা।
তিনি জানান, জননীর বাড়ি লাকসাম উপজেলার উওরদা ইউনিয়নের পোলইয়া ইকবাল নগর এলাকায়।
আজ বুধবার এক সাথে ৫ টি সন্তানের জন্ম দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন লাকসাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন।
একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ৫ জন শিশুকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভীড় জমিয়েছে উৎসুক জনতা।
সিজার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে। মা এবং নবজাতকেরা সবাই সুস্থ আছেন।